বিশ্বকাপে দুরন্ত জয় ভারতের, ১৯ যাত্রার শুরুতেই "শর্মাজি কা ম্যাজিক"


ম্যাচ শুরু হতেই ভারতের জন্য নখ কামড়াচ্ছিলেন। প্রথম দিকে মনে হয়েছিল এদিন নির্ঘাত ভারতের জন্য ব্যাড ডে হবে। কিন্তু তারই মাঝে ম্যাজিক করে দেখালেন হিটম্যান রোহিত।

শুরুতে টসে জিতে ব্যাট নেয় দক্ষিণ আফ্রিকা। তবে শুরু থেকেই বুমরাহর বল খেলতে সমস্যা হচ্ছিল দুই ওপেনার হাশিম আমলা ও ডি ককের। তার ফলও মেলে হাতেনাতে। ম্যাচের চতুর্থ ওভারেই আমলাকে আউট করেন বুমরাহ। দু ওভার পরেই ডি ককের উইকেটও তুলে নেন বুমরাহ।  শেষদিকে ভালো খেলেন মরিস ও রাবাদা। বিশেষ করে মরিস বেশ কিছু চার ছয় মারেন। ফলে দক্ষিণ আফ্রিকার রান ২০০ পার করে। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে  ২২৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। মরিস রান ৪২ রান করে আউট হন। রাবাদা ৩১ করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেটে ম্যাচ জিতল ভারত। ১২২ করে অপরাজিত থাকলেন রোহিত। সেইসঙ্গে এ দিনের হারের পর বিশ্বকাপে হারের হ্যাটট্রিক হয়ে গেল দক্ষিণ আফ্রিকার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.