উত্তরপ্রদেশে ধূলোঝড়, মৃত্যু ১৯ জনের
Image Source: Google |
Odd বাংলা ডেস্ক: প্রচন্ড ঘুর্ণিঝড়ে কার্যত তছনছ হয়ে গেল গোটা উত্তর প্রদেশ। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। আহত হয়েছেন ৪৮ জন। মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পালে বলে আশঙ্কা করছে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে প্রবল গতির ধুলোঝড়। সঙ্গে চলছিল টানা বজ্রপাত। উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনের তরফে জানানো হয়েছে মইনপুরিতে মৃত্যু হয়েছে ৬ জনের। এটাহ এবং কাসগঞ্জে মারা গিয়েছেন মোট ৬ জন। মোরাদাবাদ, বদাউন, পিলভিট, মথুরা, কনৌজ, সম্বল এবং গাজিয়াবাদ——এই সব এলাকাতেই অন্তত ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে দুর্যোগ শুরু হয়েছিল উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। রাত যত বাড়তে থাকে দুর্যোগের তীব্রতাও বাড়তে থাকে। প্রবল বেগের ধুলোঝড়ের সঙ্গী হয় বজ্রবিদ্যুৎ। ভেঙে যায় অসংখ্য বাড়ির দেওয়াল। উপড়ে যায় অসংখ্য গাছ। পরিস্থিতির ক্রমশ অবনতি হতে শুরু করে। শোনা যাচ্ছে, শুধু মইনপুরিতেই আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। মানুষের পাশাপাশি ৮টি গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।
Post a Comment