"হিটলার নয় মমতা বন্দ্যোপাধ্যায় দিনে দিনে 'কিম-জং-উন' হয়ে উঠছেন, পশ্চিমবঙ্গের মানুষের কপালে দুঃখ আছে": গিরিরাজ
Image Source: Odd Bangla |
Odd বাংলা ডেস্ক: NITI Aayog -এর মিটিং-এ যাননি। এদিকে বিজেপির বিজয় মিছিলকেও নিষিদ্ধ করেছেন। রাজ্যে কার্যত সাধারণ মানুষের মৌলিক অধিকার খর্ব হতে বসেছে। তাঁর চেহারার সঙ্গে দিন দিন বিশেষ কিছু স্বৈরাচারী শাসকের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। হিটলার বলে অনেকে উল্লেখ করছেন তাঁকে। কিন্তু এবার তাঁকে উত্তর কোরিয়ার শাসক কিম-জং-উন বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।
Union Minister Giriraj Singh: She plays the role of Kim Jong Un, that those who raise voices will be killed and no one will be allowed to take out a 'Vijay Yatra'. Janta unka ulti Ganga ka julus nikaal degi, unke shraadh ka julus nikaal degi. https://t.co/phSAxmTDMo— ANI (@ANI) June 7, 2019
এদিন তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাগলে পরিণত হয়েছেন। তাঁর উচিত মানসিক রোগের ডাক্তার দেখানো। রামাতঙ্ক তাঁর আগেই হয়েছিল এবার তিনি ভুগছেন স্বৈরাচার ব্যাধিতে। রাজ্যের মানুষকে তিনি নাকি ঠিক ভাবে বাঁচতে পর্যন্ত দিচ্ছেন না। এভাবে চলতে থাকলে পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি প্রত্যাখান করবে তাকে বলে এদিন উল্লেখ করেন গিরিরাজ। পাশাপাশি প্রধানমন্ত্রীকে মমতা মান্য করেন না বলেও উল্লেখ করেছেন তিনি। আরও বলেছেন এর আগে মোদীকে বাংলার মাটিতে পা রাখতে পর্যন্ত বাধা দিয়েছেন এই লেডি কিম-জং-উন।
Image Source: Google |
প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি কিম-জং-উন আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি প্রত্যাখান করে তাঁর ৩ উচ্চ পদস্থ কর্মচারীকে খুন করিয়েছেন। বন্দুকের সামনে দাঁড় করিয়ে গুলি করে মারা হয়েছে ওই ৩ উচ্চ পদস্থ কর্মচারীকে। এই ঘটনার সঙ্গে মিল রেখে তাহলে কি গিরিরাজ বলতে চাইলেন যে মমতা বন্দ্যেপাধ্যায়ের বিরোধীতা করলে পশ্চিমবঙ্গের মানুষের কপালে মৃত্যু পর্যন্ত জুটতে পারে?
Post a Comment