ব্যান্ডেজ কাটতে গিয়ে ৫ মাসের শিশুর আঙুল কেটে দিল নার্স


Image Source: Google
Odd বাংলা ডেস্ক: এর আগেই আমরা ভিডিও দেখিয়েছি যেখানে এক ডাক্তার বেডে উঠে রোগীকে মারছেন। সেই ছবি দেখে সারা দেশ সেটাকে অমানবিক বলেছে। এবার আরও গুরুতর অভিযোগ। ব্যান্ডেজ কাটতে গিয়ে হাতের আঙুলই নাকি কেটে ফেলেছেন নার্স। ঘটনা আহমেদাবাদের ভাদিলাল শাহ হাসপাতালের। সেখানে ভর্তি ছিল ৫ মাসের একটি শিশু।

বাচ্চাটির মা ফারহান বানু জানিয়েছেন, বুধবার ঈদ পালনের পরই ওই বাচ্চাটিকে নিয়ে হাসপাতালে আসেন তাঁরা। প্রচণ্ড ঠাণ্ডা লেগে গিয়েছিল বাচ্চাটির। ফলে তাকে ভর্তি করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। শুরু হয় নিউমোনিয়ার চিকিৎসা। যেদিন বাচ্চাটিকে হাসপাতাল থেকে ছাড়ার কথা সেই দিনই ওই কাণ্ড ঘটিয়েছেন এক নার্স। শিশুর হাতে লাগানো সূচ, নল ইত্যাদি খোলার পর ব্যান্ডেজ কাটার সঙ্গে সঙ্গে বাচ্চাটির নরম আঙুলেও কাঁচি চালিয়ে দেন ওই নার্স। পাঁচ মাসের বাচ্চার নরম চামড়া সহজেই কেটেও যায়। তবে পরে অবশ্য অপারেশন করে বাচ্চাটির আঙুল জোড়া লাগানো সম্ভব হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.