স্টোনওয়াল দাঙ্গার ৫০ বছর, সমকামিদের প্রতি গুগলের বিশেষ সম্মান
আজ বিশ্বের অনেক দেশেই সমকামিরা গ্রহণযোগ্য। সমকামিদের নিয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগীতাও হচ্ছে। কিন্তু এই অধিকারের লড়াই খুব সহজ ছিল না। যে লড়াইটা শুরু হয়েছিল স্টোনওয়াল দাঙ্গা দিয়ে।
সমকামিতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নিউ ইয়র্ক সিটির গ্রীনউইচ গ্রামের ক্রিস্টপার রোডের ৫১-৫৩ নাম্বারে স্টোনওয়াল ইন নামে একটা রেস্তরা সমকামীদের আড্ডা দেয়ার স্থান হিসেবে পরিচিত ছিলো বহুদিন ধরেই। ষাট-সত্তুরের দশকে পুলিশ এ ধরনের গে বার গুলোতে হঠাৎ করেই হামলা চালাতো। এ ধরনের বারে এসে পুলিশ সমকামীদের উপর চড়াও হয়ে গণহারে এ্যারেস্ট করে গাড়িতে তুলে নিয়ে যেত। আর সে সময় সমকামীদের পক্ষে তেমন কোন আইন ছিলো না।
১৯৬৯ সালের ২৮শে জুন পুলিশ খুব স্বাভাবিক নিয়মেই গ্রীন উইচের গ্রামের গে-বারটিতে হানা দেয়। কিন্তু সেদিন পুলিশ বারটিতে হানা দিলে সেখানকার লোকেরা অন্য সব সময়ের মতো পিছু না হটে সরাসরি পুলিশের সাথে সম্মুখ- লড়াইয়ে লিপ্ত হয়। থালা বাসন, গ্লাস, বোতল – যার সামনে যা কিছু ছিলো তাই নিয়েই পুলিশের মোকাবেলা শুরু করলো। একটা পর্যায়ে সব পুলিশদের রেস্তরার ভিতরে আবদ্ধ করে ফেলে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। সেই পুলিশদের উদ্ধার করতে আরো নিরাপত্তারক্ষীদের পাঠানো হয়। কিন্তু তারা আবদ্ধ সহকর্মীদের দুরবস্থা দেখা ছাড়া খুব একটা সুবিধা করতে পারেলেননা না। জনগণ ততক্ষণে রেস্তরার আশে পাশের রাস্তাগুলো দখল করে নিলো। পুলিশদের ওভাবেই আবদ্ধ করে রেখে দিনভর আর রাত জুড়ে দাঙ্গা চলতে থাকে।
কিন্তু তারপরেই মানুষের চোখ খুলে যায়। দলে দলে মানুষ এগিয়ে আসে সমকামিদের সমর্থনে। এর পরদিন সমকামীদের সমর্থনে গ্রীনউইচ গ্রামের আশে পাশ থেকে আরো বহু লোক এবং সংগঠন এগিয়ে আসে। পুলিশদের উদ্দেশ্য পাথর ছোঁড়া থেকে আগুন জ্বালানো, পোড়ানো – কোন কিছুই বাদ যায় নি। প্রায় চারশ পুলিশএর সাথে যুদ্ধ করছিলো প্রায় দু হাজার সমকামী
কুখ্যাত ওই স্টোনওয়াল ইন দাঙ্গাই ছিল সেই স্ফুলিঙ্গ, যা থেকে বিশ্ব জুড়ে সমকামীদের সমান অধিকারের দাবিতে আন্দোলনের আগুন ছড়াতে শুরু করে। ১৯৭০ সালের ২৮ জুন, বর্ষপূর্তির দিন ক্রিস্টোফার স্ট্রিট লিবারেশন ডে প্যারেড হয় নিউ ইয়র্কের রাস্তায়। ক্রমশ সেই মুক্তির উদ্যাপন ছড়ায় আমেরিকার অন্যত্র, ইউরোপেও। দু’দশক পর জার্মানির বার্লিন, হামবুর্গ, কোলন শহরে ক্রিস্টোফার স্ট্রিট ডে রীতিমতো এক উৎসবের দিন। ততদিনে ‘এলজিবিটি’ এক পরিচিত এবং জনপ্রিয় শব্দ। শুধুই সমকামী নয়, তঁাদের মধ্যেও যে ভিন্নতা এবং বৈচিত্র্য আছে, তারও স্বীকৃতি। লেসবিয়ান, গে, বাই–সেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার। নারী এবং পুরুষ ছাড়াও যঁারা উভকামী এবং রূপান্তরকামী, তঁারাও তখন এক ছাতার তলায়।
সেই আন্দোলনকে চোখে রেখেই গুগলের তরফে বিশেষ সম্মান প্রদান আজ।
Post a Comment