বাছাইয়ে ভুল নয়! এবার পুজোতে পুরুষের মন ভোলান আপনার ব্লাউজেই
৪) ডিপ নেক ব্লাউজ- ডিপ নেক ব্লাউজের চাহিদা সবসময়েই খুব বেশি। শাড়ি সিফন হোক বা ডিজাইনার, ডিপ নেক ব্লাউজ যে-কোনও শাড়িতেই একটা আলাদা মাত্রা যোগ করে।
৫) ঘটি হাতা ব্লাউজ (puffed design blouse)- তাঁত বা হ্যান্ডলুম শাড়ির সঙ্গে ঘটি হাতা ডিজাইনের ব্লাউজ খুবই মানানসই। এই ডিজাইনের ব্লাউজ আপনাকে দেবে একটা রেট্রো লুক।
৬) ব্যাক এমব্রয়েডারি ব্লাউজ- ব্যাক এমব্রয়েডারি ব্লাউজ মূলত বিয়ের জন্য উপযুক্ত। আজকের দিনে বেনারসির সঙ্গে বেনারসি ব্লাউজ না কিনে ট্রাই করুন কিছু মিক্স অ্যান্ড ম্য়াচ। এই ব্যাক এমব্রয়েডারি ব্লাউজ আপনার লুককে করবে নজরকারা।
৮) ক্রিসক্রস - আপনি যদি আপনার ত্বকের সৌন্দর্যের বিষয়ে কনফিডেন্ট হন, তাহলে ক্রিসক্রস ডিজাইনের ব্লাউজ আপনার জন্য একেবারেই আদর্শ। একটি দড়ির সাহায্যে এটিকে ক্রিসক্রস স্টাইলে ডিজাইন করা হয়ে থাকে। তবে এই ব্লাউজ আপনার একার পক্ষে পরা সম্ভব নয়, বান্ধবী কিংবা মায়ের সাহায্যে সুন্দর করে বেঁধে নিন এই ক্রিসক্রস ব্লাউজ।
৯) গ্লাস হাতা ব্লাউজ- অফিস বা কর্মক্ষেত্রে শাড়ি পরে যাওয়ার নিয়ম থাকলে অবশ্যই গ্লাস হাতা ব্লাউজ বানান। এই ধরণের ব্লাউজ আপনাকে একটা স্মার্ট লুক দেবে।
১০) ক্রপ টপ-একেবারেই ঠিক ধরেছেন এটি কোনও ব্লাউজের ডিজাইন নয়। হ্যান্ডলুম কিংবা যেকোনও ডিজাইনার শাড়ির সঙ্গে পরে নিন মানানসই ক্রপ টপ, বোহো লুক পেতে চাইলে এই স্টাইল স্টেটমেন্টটি অবশ্যই মেনে চলুন।
Post a Comment