বিদায় তোমাকে "কালিয়া", চলে গেলেন বিজু খোটে
Odd বাংলা ডেস্ক: লম্বা গোঁফ আর কালো চেহারা। গব্বর সিং-এর পাশে বেশ মানিয়েছিল কালিয়াকেও। সারাটা জীবন অনেক পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু কালিয়া তাঁর বেস্ট পার্ফর্মেন্স বলা চলে। ভারতীয়রা আজীবন মনে রাখবে তাঁকে। বিজু খোটের জীবনের অন্যতম স্মরণীয় ছবি শোলে। এই ছবিতে গব্বর ওরফে আমজাদ খানের পাশে তাঁর কালিয়ার চরিত্র দর্শকদের মনে আজীবন থেকে যাবে। এছাড়াও ‘রামপুর কা লক্ষ্মণ’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘হদ কর দি আপনে’, ‘গোলমাল ৩’ প্রভৃতি ছবিতে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন তিনি। মূলত হাসির চরিত্রে অভিনয় করলেও ভিলেনের চরিত্রেও সমান সপ্রতিভ ছিলেন বিজু খোটে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলের নাম নন্দু খোটে, মেয়ের নাম দুর্গা খোটে। দু’জনেই বাবার পথ অনুসরণ করে মারাঠি থিয়েটারের জগতে নাম করেছেন। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউড ও থিয়েটার মহলে।
Post a Comment