ফার্ট কম্পিটিশন, ভারতে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে বাতকর্মের প্রতিযোগিতা
Odd বাংলা ডেস্ক: পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের মজার নানান কম্পিটিশনের কথা এর আগে শোনা গিয়েছিল। কিন্তু ভারতের মতো রক্ষণশীল একটি দেশে এমন কম্পিটিশন হতে পারে কে ভেবেছিল? কিন্তু এবার সেটাই হতে চলেছে । আগামী ২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই অদ্ভুত কম্পিটিশন। গুজরাতের সুরাটের একটি রেস্তোঁরার মালিক আয়োজন করেছেন এই অদ্ভুত প্রতিযোগিতার।
রেস্তোঁরার তরফে জানানো হয়েছে, ২২ সেপ্টেম্বর হবে এই প্রতিযোগিতা। মূল তিনটে ক্যাটেগরি থাকবে। সবথেকে বড়, সবথেকে জোরে ও সবথেকে সুরেলা। প্রত্যেক প্রতিযোগী ৬০ সেকেন্ড করে সময় পাবেন বিচারকদের সামনে নিজের বায়ুত্যাগের প্রতিভা দেখানোর।
রেস্তোঁরার মালিক যতীন সাঙ্গোই জানিয়েছেন, বিশ্বের বিভিন দেশে এই ধরণের প্রতিযোগিতা হয়। সেখান থেকেই এই আইডিয়া। ইতিমধ্যেই ২০০ জনেরও বেশি নিজেদের নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন তিনি। দিল্লি, জয়পুর এমনকী কলকাতা থেকেও আসছেন প্রতিযোগী। তিনটে ক্যাটেগরিতে দেশের ‘শ্রেষ্ঠ বায়ুত্যাগকারী’কে পুরস্কার দেওয়া হবে। বিচার করার জন্য বিচারক থাকবেন। তাঁদের মধ্যে একজন ডাক্তার বলেও জানা গিয়েছে।
Post a Comment