মেয়ে কালো কেন! দুখিনি মায়ের সামনেই ফুটফুটে দুধের শিশুকে আছড়ে মারলো বাবা
Odd বাংলা ডেস্ক: এই ধরনের ঘটনা যতবার ঘটে ততবার প্রমান হয়ে যায় যে এই পৃথিবী কতটা নোংরা। কতটা অমানবিক। সমাজের মুখোশটাও হয়তো খুলে যায় এই ধরনের ঘটনাতে।
সদ্য জন্ম হয়েছিল। তখনও মায়ের বুকের দুধ পান করেই বেঁচে ছিলো। জনম দুখিনি মা আদর করে শিশুটির নামকরন করেছিল ঝিকরা। আর সেই চার মাসের ঝিকরাকেই শনিবার আছড়ে মারার অভিযোগ উঠল তার বাবা মনিরুল খানের বিরুদ্ধে। ঝিকরার মা সোনিয়ার অভিযোগের ভিত্তিতে মনিরুলকে গ্রেফতার করেছে পুলিশ।
বছর ছাব্বিশের মনিরুল পেশায় সেলাই মিস্ত্রি। সোনিয়ার অভিযোগ, তাদের মেয়ের গায়ের রঙ কালো। এই নিয়ে মাঝেমধ্যেই তুমুল অশান্তি করত মনিরুল। সেই অশান্তি তুঙ্গে ওঠে শনিবার। ঝগড়া চলার সময় তাঁর কাছ থেকে শিশুকন্যাকে টেনে নিয়ে সিঁড়িতে আছড়ে মারে মনিরুল। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ঝিকরার মায়ের এখন পাগল প্রায় অবস্থা। চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু যে সে কিছুতেই মেনে নিতে পারছে না? ঘটনাটি ঘটেছে বসিরহাটের স্বরূপনগরে।
Post a Comment