নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপতি বানাতে চান ইমরান খান
Odd বাংলা ডেস্ক: ট্রোল বাহিনীর পাল্লায় পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘প্রেসিডেন্ট’ সম্বোধন করে সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ট্রোলড ইমরান খান। হাস্য-কৌতুক শুরু হয়ে গেছে নানা মহলে। নেটিজেনদের কারও মন্তব্য, “ইমরান হয়তো ভুলে যাচ্ছেন উনি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন।” কেউ আবার কৌতুক করে বলেছেন, “ভারতের প্রতি একটু বেশিই সম্মান দেখাতে গিয়ে প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন ইমরান।” রাষ্ট্রপুঞ্জের অধিবেশেন এক-একজন রাষ্ট্রনেতার জন্য নির্ধারিত সময় ছিল ১৫ মিনিট। সেখানে নরেন্দ্র মোদী বক্তব্য রেখেছেন ১৭ মিনিট। সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বশান্তির বার্তা রেখেছেন তাঁর ভাষণে। একবারও পাকিস্তানের নাম নেননি। বরং বলেছেন, ‘ভারত যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে। ‘ অন্যদিকে, নিজের বক্তব্য রাখতে মঞ্চে উঠে আগাগোড়া ভারতকে দুষেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান। রাষ্ট্রপুঞ্জে বরাদ্দ সময়ের দ্বিগুণের বেশি সময় নিয়েছেন ভারতকে হুঁশিয়ারি দিতে।
Post a Comment