ISRO তে প্রচুর চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন


Odd বাংলা ডেস্ক: বিবৃতি দিয়ে ইসরোর তরফে জানানো হয়েছে, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিভাগে অনেকগুলো শূন্যপদ রয়েছে। প্রাথমিক ভাবে ২১টি শূন্যপদের জন্য আবেদন করা যাবে। যার মধ্যে রয়েছে ইলেকট্রিকাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, এয়ার কন্ডিশনিং ও আর্কিটেকচার। অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর।


যোগ্যতার মাপকাঠি: বি টেক বা আনুষঙ্গিক ডিগ্রি থাকা দরকার। ইলেকট্রিকাল বা সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা কিছু বেশি। তবে অন্য বিভাগ থেকেও আবেদন জমা দেওয়া যাবে। ফার্স্ট ক্লাস গ্রেড থাকতে হবে বলাই বাহুল্য। ন্যূনতম ৬৫% নম্বর এবং সিজিপিএ থাকতে হবে ১০-এর মধ্যে কম করেও ৬.৮। অ্যাপ্লিকেশন জমা দিতে হলে কী করতে হবে: ইসরো জানিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের দাম বেশি নয়, মাত্র ১০০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে অনলাইনেই ফর্ম তুলতে পারবেন আবেদনকারীরা। অফলাইনে স্টেট ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে ফর্ম তোলা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৪ অক্টোবর। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষা হবে আগামী বছর ১২ জানুয়ারি। দেশের ১২ টি শহর–আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, মুম্বই, নয়া দিল্লি এবং তিরুঅনন্তপুরমে পরীক্ষা নেওয়া হবে। বাছাই করা প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ওই বছরেরই ডিসেম্বরে। অবজেকটিভ টাইপ প্রশ্ন থাকবে ৮০টি। যার মধ্যে ৬০% উত্তর দিতে পারলেই কেল্লাফতে। তালিকায় নাম উঠে যাবে। তবে বাকিটা ইসরোর বিজ্ঞানীদের সামনে বসে প্রশ্নের জবাব দিতে হবে। সেটা উৎরাতে পারলেই ইসরোতে হইহই করে এন্ট্রি।
Blogger দ্বারা পরিচালিত.