মমতার মাথায় লাঠি মেরেও ২৯ বছর পর বেকসুর খালাস "লালু আলম"


Odd বাংলা ডেস্ক:  কেটে গেছে অনেক বছর। কিন্তু অবশেষে আইনের সামনে কিছুই প্রমাণ হল না। অথচ যেদিন এই ঘটনা ঘটে সেদিন সমস্ত সংবাদপত্রে এই ছবি প্রকাশ পেয়েছিল। ১৯৯০ সালে কলকাতার হাজরা মোড়ে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ঘটেছিল। যে ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল লালু আলমকে। শেষমেশ সাক্ষ্যপ্রমাণের অভাবে এই মামলাতে লালু আলমকে বেকসুর খালাস করল আলিপুর আদালত।  বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ১২ জনের নামে চার্জশিট দায়ের করা হয়েছিল সেসময়। আজ তাদের মধ্যে মধ্যে কেউ মারা গিয়েছেন, নয়তো কেউ পলাতক। একমাত্র লালু আলমই অভিযুক্ত হিসেবে ছিলেন। অন্যদিকে, এ ঘটনার প্রত্যক্ষদর্শীরাও আর নেই। ফলে লালু আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিল, তার কোনওটাই আদালতে প্রমাণ হয়নি। 
Blogger দ্বারা পরিচালিত.