সুখবর! PAN ও AADHAAR -এর লিঙ্ক করার সময় আরও কিছুটা বেড়ে গেলো!


Odd বাংলা ডেস্ক: আবার কিছুটা বাড়িয়ে দেওয়া হল আধার ও প্যান কার্ড সংযুক্ত করার সময়। ইতিমধ্যেই সেই খবর ট্যুইটারে ঘোরাফেরা করছে।  
সুপ্রিম কোর্ট গত বছরের সেপ্টেম্বরে সরকারের আধার প্রকল্পকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা করেছিল এবং জানিয়েছিল যে আয়কর রিটার্ন দাখিল ও প্যান বরাদ্দের জন্য স্বতন্ত্র পরিচয় নম্বর উদ্ধৃত করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটে সরকার আয়কর বিধি অনুসারে প্যানের পাশাপাশি আধারের মাধ্যমে রিটার্ন দাখিলের অনুমতি দিয়েছে।
তবে এটা মনে রাখতে হবে নতুন ঘোষণায় সময় বাড়লেও এই কাজটা না করলে বৈধতা নষ্ট হতে পারে প্যানের।
প্যান কার্ড বাতিল হয়ে গেলে কী কী সমস্যা হতে পারে?
১. বর্তমান নিয়মানুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণ বা লিঙ্ক না করানো হলে প্যান বাতিল হয়ে যাবে।
২. প্যান নিষ্ক্রিয় হওয়ার যাওয়ার ফলে যে সমস্ত লেনদেনে আধার বাধ্যতামূলক সেই কাজগুলি করা যাবে না।
৩. প্যান-আধার লিঙ্ক না করা কোনো ব্যক্তির পক্ষে ব্যাঙ্কে এক দিনে ৫০ হাজার টাকা জমা করা করতে বিপাকে পড়তে হবে।
৪. ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের আবেদনে সমস্যায় পড়তে হবে।
৫. প্যান ব্যবহার করে আয়কর দাখিল করা যাবে না (বর্তমানে আধার কার্ডের মাধ্যমেও আয়কর দাখিল করা সম্ভব)।
Blogger দ্বারা পরিচালিত.