জীবন যুদ্ধে একা মেয়ের লড়াই, মিউজিক্যাল ফিল্মে বাজিমাত রাতপরীর


Odd বাংলা ডেস্ক: বাংলাতে এই মুহূর্তে মৌলিক গান রচনা ও প্রকাশ যাঁরা করে তাদের মধ্যে এটাও একটা নতুন সংযোজন।সৌম্য আর প্রতীক এর আগেও বেশ কিছু মৌলিক সৃষ্টি দিয়েছে। এবারের গানটির নাম রাতপরী। অনবদ্য লেখার সঙ্গে অর্থবহ সুরারোপ গানটিকে অন্য আরেক মাধুর্য্য দিয়েছে। একবিংশ শতকের বৈষ্ণব পদাবলী যদি রচনা হত তাহলে হয়তো এমন কিছু ছন্ন ছাড়া বিষয় উঠে আসতো তাতে। সাউন্ড স্টুডিওর তরফে এই কাজ অবশ্যই প্রশংসার দাবি রাখে। 

+

গানটি রচনা করেছে অয়ন সেন। আর তাতে সুরারোপ 'সুসের'। মানে সৌম্য ও সানির। সঙ্গে মূল রচনার বৃদ্ধিতে সাহায্য করেছে উদয়ন বিশ্বাস। গানটির চিত্রায়নও কিন্তু বেশ প্রশংসনীয়। শহর কেন্দ্রীক জীবনে অভাবের সংসার ঠেলে চলা একটি মেয়ের যে কাহিনী ফুটিয়ে তুলেছে সন্তু জানা, অনিক রায় ও সুজয় পানিগ্রাহী তা দেখার মতো। মিউজিক ভিডিওর সিনেমাটিক ল্যাাঙ্গুয়েজও যথেষ্ট উন্নতমানের।  অভিনয় করেছে শর্মিলা চৌধুরী, বিশ্বরূপ বসু ও শুভজিৎ ভাদুরী।   

Blogger দ্বারা পরিচালিত.