আমার বিরুদ্ধে চক্রান্ত করলে, পেট্রোল ডিজেলের দাম এমন বাড়িয়ে দেবো যা ভাবতেও পারছেন না


Odd বাংলা ডেস্ক: ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে এখন তাঁর  ভাবমূর্তি কিছুটা কিং জং উনের মতো। এবার বিশ্ববাসীকে সরাসরি হুমকি দিয়ে বসলেন আরববের যুবরাজ। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ জানিয়েছেন, সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডে তাঁর কোনও ভূমিকা নেই। তবে এই ‘সন্ত্রাস হানার’ জবাব দিতে তাঁরা ‘ইচ্ছুক ও সক্ষম’। যুবরাজের কথায়, “যদি গোটা বিশ্ব ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে বিশ্ববাসীর চাহিদা ও প্রয়োজনের কথাও আমরা ভেবে দেখব না। পেট্রল, ডিজেলের দাম এমন ভাবে বৃদ্ধি পাবে, যা কল্পনাও করা যাবে না। ” এই হুমকির পরে সারা বিশ্ব এখন উৎকন্ঠায় দিন কাটাচ্ছে। কারন তেলের দাম বৃদ্ধি মানেই তো হিরে থেকে জিরে সব কিছুরই মূল্য বৃদ্ধি হয়ে যাবে।  

Blogger দ্বারা পরিচালিত.