শ্বশুর লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তাঁর বৌমার
Odd বাংলা ডেস্ক: এবার বধূ নির্যাতনের মামলাতে ফাঁসলেন স্বয়ং লালু প্রসাদ যাদব। তাঁর বৌমার অভিযোগ এই যে লালুপ্রসাদের বাড়িতে সে খুব কষ্টে রয়েছে। খেতে দেওয়া হয় না ঠিকঠাক। মাঝে মাঝেই লালুর ছেলে এসে মারধর করে। লালুর পুত্রবধূর অভিযোগ, তাঁকে খেতে দেওয়া হয় না। রোজ নির্মম অত্যাচার চলে তাঁর উপর। সাংসদ ননদের বিরুদ্ধে অভিযোগ, তিনিই বিয়ে ভাঙতে চাইছেন। শাশুড়ির বিরুদ্ধে ঐশ্বর্য বলেছেন, “উনিই আমায় ঘর থেকে ছুড়ে বাইরে ফেলে দিয়েছেন।” অন্যদিকে লালুর সাংসদ কন্যা মিসা সেই কথা অস্বীকার করে।
যদিও মিসার বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি পাটনার ওই বাড়িতে আলেকালে যান। তাঁকে অযথা এই অশান্তির মধ্যে জড়ানো হচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় যে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে ছুটতে হয় পুলিশকে। বন্যা ডিঙিয়ে ১০ নম্বর সার্কুলার রোডে যাদব ভবনে ছুটতে হয় আরজেডি নেতা এমএস রায়কে। বাড়ির বাইরে একটি টিনের শেডের নিচে সারারাত দাঁড়িয়েছিলেন লালুুর বৌমা। এদিকে বেচারা লালু তো এখন জেলে রয়েছেন। আর তাঁর অবর্তমানে তাঁর বাড়িতে এই অবস্থা।
Post a Comment