ছিঃ! ঊর্মিমালা বসুকে যৌনদাসী বলে মিম, বাংলার সংস্কৃতি আজ অস্তাচলে


Odd বাংলা ডেস্ক: আন্দোলনের স্বাধীনতা যদি থাকে, তবে মতপ্রকাশের স্বাধীনতাও রয়েছে। ঊর্মিমালা বসু যেটাই বলে থাকুন না কেন, এটা ভুলে গেলে চলবে না যে তাঁরও মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। কিন্তু ইন্টারেনে এখন নতুন একটি মিম ভাইরাল হয়েছে যা দেখে লজ্জায় মাথা হেট হতে পারে সমগ্র বাঙালি জাতির। ইন্টারনেট বস্তুটি কতটা ভয়ঙ্কর এই ঘটনার থেকেই প্রকাশ পায়। যে এই মিমটি তৈরি করেছে তাকে ধরে চাবকানো উচিত বলেই সভ্য সমাজ মনে করে। কবি, বুদ্ধিজীবী, অভিনেতা, গায়ক– একটা বড় অংশ গর্জে উঠেছেন প্রতিবাদে। যাদবপুর কাণ্ডের জেরে প্রাক্তনী হিসেবে তিনি যে মত প্রকাশ করেছেন, তার জেরেই তাঁকে নিয়ে এই অশ্লীল আচরণ করা হয়েছে বলে অভিযোগ বিজেপি-র সমর্থকদের বিরুদ্ধে। প্রতিবাদে জমায়েতেরও ডাক দিয়েছে কিছু সংগঠন। এ সবের মধ্যেই মঙ্গলবার সকালে ঊর্মিমালা বসুকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান বাবুল। কিন্তু কয়েক ঘণ্টা পরেই ঊর্মিমালাকে ফের পাল্টা আক্রমণ করলেন বাবুল নিজেই। সমালোচনার ঝড় দ্বিগুণ হয়েছে বাবুলের দ্বিতীয় পোস্টের পরে। মঙ্গলবার সকালেই ঊর্মিমালা বসুর প্রতি আক্রমণের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় নিজে। প্রতিবাদ করে ফেসবুকে তিনি লিখেছেন, “এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয়৷ আমি ওঁকে ব্যক্তিগত ভাবে চিনি৷ যাদবপুর কাণ্ডে উনি যা বলেছেন তাঁর উত্তর আমি দেব যথা সময়ে৷ কিন্তু এই ধরনের নোংরা মিম একেবারেই সমর্থনযোগ্য নয়।” দেখুন সেই পোস্ট। কিন্তু এই পোস্ট করার ঘণ্টা তিনেক পরেই ফের একটি পোস্ট করেন তিনি। যেখানে ঊর্মিমালা বসুকে ‘জন্মান্ধ’ বলে আক্রমণ করে, পক্ষপাতের অভিযোগ আনেন তিনি।
Pareon-Image
Blogger দ্বারা পরিচালিত.