বাড়িতে ভূত পোষে, তাই ২ মহিলাকে বেধড়ক মার গ্রামবাসীর, ঘটনা এই রাজ্যেই


Odd বাংলা ডেস্ক: নদিয়ার শান্তিপুর থানা এলাকার জিয়াকুর গ্রাম। ঘটনার সূত্রপাত মাস দুয়েক আগে থেকে। গ্রামবাসীদের দাবি, ওই বৃদ্ধা নাকি ভূত পুষতেন।  তবে ভূত একটি না একাধিক, সেটা অবশ্য জানা যায়নি। থুড়ি দেখাও যায়নি। তবে ভূতেরা যে ঘরে ঢুকে পড়ছে এটা বেশ জোরের সঙ্গেই দাবি করেছেন গ্রামবাসীরা। এই ভূত ঢুকিয়ে দেওয়ার ‘অপরাধে’ ওই পরিবারকে আগেই একঘরে করেছিল গ্রামবাসীরা। তাঁদের দাবি, ইদানীং কালে ভূতের উপদ্রব নাকি বেশ বাড়ে। গ্রামের বেশ কয়েকজন মহিলার মৃত্যু হয়। অভিযোগ, ভূতেই নাকি মেরেছিল তাঁদের। যে পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তাঁদের ঘরের বাইরে বার করে এনে বেধড়ক মারধর করেছেন গ্রামবাসীরা। রেহাই পাননি বৃদ্ধাও। ডাইনি অপবাদে মারধর, পিটিয়ে মারার ঘটনা নতুন নয়। তবে এই ভূত পোষার ব্যাপারটা শুনে তাজ্জব হয়ে গেছেন পুলিশ কর্তারাও। চোখ রাঙিয়ে, লাঠি তুলেও বিক্ষোভ থামানো যায়নি। পুলিশ জানিয়েছে, মারামারি এতটাই চরম আকার নেয় যে বিশাল পুলিশবাহিনী এনে গ্রামবাসীদের থামাতে নয়। দু’পক্ষের হাতাহাতিতে জখম হয়েছেন ছ’জন। আহতদের মধ্যে দু’মহিলার অবস্থা আশঙ্কাজনক। গুরুতর জখম চারজন পুরুষও।
Blogger দ্বারা পরিচালিত.