ডঃ এপিজে আবদুল কালাম-এর এই উক্তিগুলি সকল ছাত্রের কাছে অনু্প্রেরণা
Odd বাংলা ডেস্কঃ আজ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিখ্যাতদ বিজ্ঞানী ডঃ এপিজে আবদুল কালামের জন্মদিন। আর তাঁর জন্মদিনে রইল তাঁরই কিছু যুগান্তকারী উক্তি যা আজীবন সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
১) 'নিজের লক্ষ্য স্থির করা, জ্ঞান অর্জন করা, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়- যদি চারটি বিষয় মেনে চলা যায় তাহলে যেকোনও কিছু অর্জন করা যায়।'
২) 'বিজ্ঞান হল মানবতার কাছে এক বিরাট উপহার, আমাদের কখনওই একে ধ্বংস করা উচিত নয়।'
৩) 'যদি সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠতে চাও, আগে সূর্যের মতো পুড়তে হবে।'
৪) 'আমরা যদি আজকের দিনটি ত্যাগ করি তাহলে আমরা আমাদের শিশুদেরকে এক উজ্জ্বল আগামী উপহার দিতে পারব।'
৫) 'সৃজনশীলতা ভবিষ্যতে সাফল্যের মূল চাবিকাঠি এবং প্রাথমিক শিক্ষা হল সেই স্তর যেখানে শিক্ষকরা শিশুদের মধ্যে সৃজনশীলতা গড়ে তুলতে পারেন।'
৬) 'শিক্ষকতা একটি অত্যন্ত মহৎ পেশা যা, কারওর ধী শক্তি, চরিত্র এবং ভবিষ্যতকে সঠিক আকার দেয়। সাধারণ মানুষ যদি আমাকে একজন শিক্ষক হিসাবে মনে রাখেন, তাহলে তা হবে আমার কাছে সবচেয়ে বড় সম্মান।'
Post a Comment