মেট্রোয় আত্মহত্যা রুখতে অভিনব দরজা নির্মাণ হল প্লাটফর্মে



Odd বাংলা ডেস্ক: দিনে দিনে যাত্রী পরিষেবা নিয়ে রীতিমতো কাঠগড়ায় তোলা হচ্ছিল কলকাতা মেট্রোর কর্তৃপক্ষকে। মেট্রোয়ে যান্ত্রিক গোলযোগ ছাড়াও মেট্রোয় আত্মহত্যার ঘটনা হয়ে উঠেছিল প্রায় নিত্তনৈমিত্তিক বিষয়। কিন্তু এবার এক অভিনব উপায় বের করল কলকাতা মেট্রো। 

একেবারে রাজধানীর কায়দায় অভিনব উপায়ে আত্মহত্যার ঘটনা রুখতে তৎপর হয়ে উঠেছে মেট্রো কর্তৃপক্ষ। আর অত্যাধুনিক এই কারীগরি ব্যবস্থা চালু করা হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে। এর আগে ট্রায়াল রানের সময়ে দেখা গিয়েছিল যে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর নতুন রেকগুলিতে দরজায় অত্যাধুনিক সেন্সর লাগানো হয়েছে। তবে এবার প্লাটফর্মে বানানো হয়েছে স্বচ্ছ প্রাচীর, আর এই প্রাচীরের মাঝে মাঝে তৈরি করা হবে দরজা। প্ল্যাটফর্মের দরজা এবং মেট্রোর দরজা খুললে তবেই ট্রেনে ওঠা যাবে।

সূত্রের তরফে জানা গিয়েছে, আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসবেন। তিনিই ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করবেন।   
Blogger দ্বারা পরিচালিত.