১১ জঙ্গির মুক্তির পরিবর্তে ৩ ভারতীয় পণবন্দিকে ছেড়ে দিল তালিবানরা


Odd বাংলা ডেস্কঃ সোমবার তালিবান জঙ্গি গোষ্ঠীর তরফে তিনজন ভারতীয় পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর। তবে এর পরিবর্তে তালিবানি জঙ্গি গোষ্ঠীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১১জন সন্ত্রাসবাদীকে মুক্ত করে দেওয়া হয়েছে বলে খবর। একটি সর্বঊারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার কোনও এক নাম না জানা জায়গায় দু-পক্ষের এই এদলবদল সংগঠিত হয়েছে। 

সূত্রের খবর, শেখ আবদুর রহিম এবং মাওলাওয়ি আবদুর রশিদ নামে দুই তালিবানিও মুক্তি পেয়েছে বলে জানা গিয়েছে। তালিবানের তরফে ছবি ও ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মুক্তির পর জঙ্গিদের সাদরে অভ্যর্থনা জানানো হচ্ছে। তবে এই প্রসঙ্গে আফগান বা ভারতীয় মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ২০১৮ সালের আফগানিস্তানের উত্তরাঞ্চলে বাঘলান প্রদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কাজ করছিলেন সাত ভারতীয়। সেখান থেকে তাদের অপবরণ করা হয় বলে খবর। কিন্তু তাদের অপহরণের জন্য কোনও গোষ্ঠীই কিন্তু তার দায় স্বীকার করেনি। এদের মধ্যে থেকে একজনকে গত মার্ত মাসে ছেড়ে দেওয়া হলেও বাকিদের ভাগ্য অধরাই থেকে গিয়েছিল।
Blogger দ্বারা পরিচালিত.