'হাসপাতালে বিগ বি'- ছড়াচ্ছে গুজব, আসল সত্যিটা কী? সত্যিই কি অসুস্থ অমিতাভ


Odd বাংলা ডেস্ক: সকাল থেকেই যে বিষয়টি নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা হল বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জটিল লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে অমিতাভ বচ্চনকে। কিন্তু এই তথ্যকে কার্যত খারিজ করে দিল 'কওন বনেগা ক্রোড়পতি'। 

জনপ্রিয় এই রিয়েলিটি শো-এর কর্নধারের তরফে জানানো হয়েছে যে, চলতি সপ্তাহের প্রথম দিকে কোনও শ্যুটিং-এর দিন রাখা হয়নি, আগামী সপ্তাহে মঙ্গলবা থেকেই শুরু হবে 'কওন বনেগা ক্রোড়পতি' সিজন ১১-এর শ্যুটিং। এদিন রিয়েলিটি শো-এর কর্তৃপক্ষের তরফে আরও বলা হয় যে, বিগ বি-র শারিরীক অবস্থা নিয়ে নানারকমের গুজব ছড়াচ্ছে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে তিনি হাসপাতালে গিয়েছিলেন তাঁর রুটিন চেকআপের জন্য। সেখানে কেউ তাঁকে দেখে ফেলে এবং তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার গুজব ছড়াতে থাকে। কিন্তু আসল সত্যি এটাই যে তাঁর শারিরীক অবস্থায় এমন কোনও বদল আসেনি যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ এবং বাড়িতেই রয়েছেন বলেও জানায় ওই রিয়েলিটি শো-এর কর্তৃপক্ষ। 
Blogger দ্বারা পরিচালিত.