ভারত-বাংলাদেশ সম্পর্কে ফাটল! সীমান্তে গুলিবিদ্ধ হয়ে নিহত এক বিএসএফ জওয়ান, আহত আরও ১


Odd বাংলা ডেস্ক: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিজিবি সেনার ছোঁড়া গুলিতে প্রাণ হারালেন এক বিএসএফ জওয়ান। বিএসএফ আধিকারিকদের সূত্রে খবর, সীমান্তে টহল দেওয়ার সময়ে বিজিবি সেনার গুলিতে ওই বিএসএফ জওয়ান নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে যখম হয়েছে আরও এক বিএসএফ জওয়ান। 

বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গীর কাছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁকমারী চরে ঘটেছে ঘটনাটি ঘটেছে। নিহত বিএসএফ জওয়ানের পরিচয় প্রকাশ করা হয়েছে, ৩৫ বছর বয়সী বিজয় ভান বিএসএফের ১১৭ নং ব্যটেলিয়নের হেড কনস্টেবল। 

আর একজন যে জওয়ান আহত হয়েছেন, তাঁর নাম রাজবীর সিং। তাঁর মাথায় গুলি লেগেছে বলে খবর। গুরুতর আহত অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, দুই দেশের জওয়ানদের মধ্যে বরাবরই একটা সুসম্পর্ক বজায় ছিল। দুপক্ষের মধ্যে গুলি চালানোর ঘটনা এর আগে কখনও ঘটেনি। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দেখা গিয়েছে, ভারতীয় জওয়ানজের কাছে খবর চিল বিজিবি জওয়ানরা বেশকিছু মৎসজীবীকে আটক করে রেখেছে, তাদের ছাড়াতে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.