ব্যাগ চুরি করে পালাল চোর, যা থেকে উদ্ধার হল ৪টি অজগর


Odd বাংলা ডেস্কঃ  ব্যাগ ছিনতাই করে চোর পালিয়ে গেল- এমন ঘটনা তো হামেশাই ঘটে থাকে। কিন্তু সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় যে ঘটনাটি ঘটেছে তার কথা জানলে কার্যত অবাক হতেই হয়। চুরি গেল চার-চারটি অজগর সাপ ভরা একটি ব্যাগ। 

কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা। বিষয়টি তাহলে একটু খোলসা করেই বলা যাক।  ব্রিয়ান গুন্ডি নামে এক ব্যক্তি নিজের ব্যবসার জন্যই সরীসৃপের প্রজনন এবং সরীসৃপ বিক্রয়ও করে থাকেন। এদিন সান জোসে শহরে মার্টিন লুথার কিং লাইব্রেরিতে একটি উপস্থাপনার জন্য চারটি অজগর সাপ নিয়ে গিয়েছিলেন তিনি। নিজের গাড়িটি তিনি একটি পার্কিং লটে রেখে গিয়েছিলেন। খানিকক্ষণ পরে ফিরে তাঁর ডাফেল ব্যাগটি উধাও। সূত্রের খবর, সেই ডাফেল ব্যাগে চারটি অজগর সাপ এবং একটি গিরগিটি প্রজাতির প্রাণীও ছিল। 

সাপ চুরির বিষয়টি জানিয়ে তিনি পুলিশের কাছেও একটি অভিযোগ দায়ের করেন। তবে ব্যাগটি যে বা যারা চুরি করেছে তারা সরীসৃপগুলিকে হাতে পেয়ে তাদের সঙ্গে কেমন ব্যবহার করবে এমনকী সেই বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন ব্রিয়ান গুন্ডি। 
Blogger দ্বারা পরিচালিত.