মা দুর্গার দশ হাতের দশ অস্ত্রের রয়েছে বিশেষ মাহাত্ম্য, জানুন সেই তথ্য
Odd বাংলা ডেস্কঃ দেবী দুর্গা দশ হাতে দশ অস্ত্র ধারণ করে মহিষাসুরকে বধ করেছিলেন, তবে অনেকেই দেবীর দশ হাতের দশ অস্ত্র সম্পর্কে খুব একটা সম্যক ধারণা পোষণ করেন না, তাদের জন্য রইল দেবী দুর্গার দশ হাতের দশ অস্ত্র সম্পর্কে অজানা কিছু কথা
১) ত্রিশূল- যে ত্রিশূলের সাহায্যে দেবী মহিষাসুরকে বধ করেছিলেন, সেই ত্রিশূল দেবীর হাতে তুলে দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব৷ বলা হয়, দেবীর হাতের ত্রিশূলের তিনটি ফলার তিনটি আলাদা অর্থ রয়েছে। মানুষের তিনটি গুণ তমঃ, রজঃ ও সত্যকে ব্যাখ্যা করে ত্রিশূলের এই তিন ফলা।
২) গদা বা দণ্ড- মা দুর্গাকে গদা প্রদান করেছিলেন যমরাজ। বলা হয়, মায়ের হাতের এই গদা আনুগত্য, ভালবাসা এবং ভক্তির প্রতীক।
৩) বজ্র- দেবীকে বজ্র দান করেছিলেন দেবরাজ ইন্দ্র। এই অস্ত্র হল সংহতির প্রতীক।
৪) সাপ- বিশুদ্ধ চেতনার প্রতীক হল এই সাপ দিয়েছিলেন শেষ নাগ।
৫) অগ্নি- অগ্নিদেব দেবীকে প্রদান করেছিলেন অগ্নি৷ এ অগ্নি হল জ্ঞান ও বিদ্যার প্রতীক।
৬) শঙ্খ ও পাশ- দেবীর হাতে শঙ্খ ও পাশ তুলে দিয়ে বরুণ দিয়েছিলেন শঙ্খ৷ বলা হয় এই শঙ্খই জীব জগতে প্রাণের সৃষ্টি করে।
৭) চক্র- দেবীকে চক্র দিয়েছিলেন বিষ্ণু। দেবীর হাতের এই চক্রের বিশেষ অর্থ হল যাবতীয় কিছু সৃষ্টির কেন্দ্রস্থলে অধিষ্ঠান করেছে দেবী দুর্গা।
৮) তির-ধনুক- দেবীর হাতে তীর-ধনুক তুলে দিয়েছিলেন বায়ু। এই অস্ত্র হল শক্তির প্রতীক।
৯) পদ্ম- ব্রহ্মা দেবীর হাতে তুলে দিয়েছিলেন পদ্ম৷ পঙ্কে জন্ম নিয়েও সেই পদ্মের ছটায় আলোকিত হয় চারিদিক। সেইরকমই দেবীর আশীর্বাদে যাবতীয় অন্ধকার কাটিয়ে আলোর উদ্ভব ঘটা সম্ভব, সেই বার্তাই দেয় পদ্ম।
১০) সিংহ- দেবীর বাহন দেবীকে দিয়েছিলেন হিমালয়। আর এইভাবেই দেবতাদের মিলিত শক্তির ফলে জন্ম নিলেন দেবী দুর্গা।
Post a Comment