ছবি তুলতে ভুটানের বৌদ্ধ স্থাপত্যের মাথায় চড়লেন এক ভারতীয় পর্যটক, অবশেষে পুলিশের জালে
Odd বাংলা ডেস্ক: ভুটানের দোচুলায় অবস্থিত একটি অত্যন্ত পবিত্র বৌদ্ধ স্থান অবমাননার অভিযোগে এক ভারতীয় পর্যটককে গ্রেফতার করেছে ভুটান পুলিশ। অভিযুক্ত ব্যক্তির বাড়ি মহারাষ্ট্রে। তাঁর নাম অভিজিত রতন হাজারে।
একজন ভুটিয়ার নেতৃত্বে ১৫টি বাইকের একটি কনভয় নিয়ে পাড়ি দিয়েছিলেন সমগ্র ভুটান। আর ঘটনাটি ঘটেছিল থিম্ফু ও পুনাখার সংযোগকারী দোচুলা পাসের কাছে, সেখানে কনভয় থামিয়ে সকলে বিশ্রাম নিচ্ছিল। আর এই দোচুলাতে রয়েছে প্রায় ১০৮টি ছোট ছোট স্তূপাকৃতি কাঠামো, যা সারা তিব্বত জুড়ে বৌদ্ধ ধর্মের বিশেষ নিদর্শন হিসাবে সারা জগত-জোড়া খ্যাতি অর্জন করেছে।
1/3 Breaking: The tourist in the biker outfit is Abhijit Ratan Hajare from the Indian state of Maharashtra.— The Bhutanese (@thebhutanese) October 18, 2019
In the second picture the man sitting on the ladder is a Bhutanese citizen and carpenter, Jambay, who was doing repair works on the Chortens pic.twitter.com/Mq3vn2VKSI
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই স্তূপগুলির একটির মাথা চড়ে বসেছেন এক ব্যক্তি, দলের নেতা সেই ভুটিয়া ব্যক্তির অজান্তেই গোটা বিষয়টি ঘটেছে। সূত্রের খবর, সেখানে এক ব্যক্তি স্তূপগুলির মাথায় উঠে মেরামতির কাজ করছিল, তার কাছেই একটি মই চেয়ে ওই ব্যক্তিও তার মাথায় উঠে পড়ে। তাঁর সেই ছবি ভাইরাল হওয়ার পর ভুটান রয়্যাল পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর পাসপোর্টও।
Post a Comment