জীবনের এক অন্য ইনিংস শুরুর পথে ইরফান পাঠান, দক্ষিণী সুপারস্টারের সঙ্গে পা রাখতে চলেছন বড় পর্দায়
Odd বাংলা ডেস্কঃ এক নতুনভাবে জীবনের দ্বিতীয় ইনিংশ শুরু করছে ভারতীয় ক্রিকেট তারকা ইরফান পাঠান। সম্প্রতি তিনি তাঁর ফেসবুক এবং টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, যে তিনি দক্ষিণী ছবিতে অভিনয় করতে চলেছেন। এই ছবিতে ইরফান অভিনয় করবেন দক্ষিণের সুপারস্টার বিক্রমের সঙ্গে।
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে ইরফান পাঠান লিখেছেন, 'এ এক নতুন উদ্যোগ, নতুন চ্যালেঞ্জ- অপেক্ষায় রয়েছি'। দেখুন সেই ভিডিও-
New venture,new challenge looking forward to it— Irfan Pathan (@IrfanPathan) October 14, 2019
@AjayGnanamuthu @iamarunviswa @7screenstudio
@arrahman
@Lalit_SevenScr #ChiyaanVikram58 @sooriaruna
@proyuvraaj @LokeshJey@VishalSaroee pic.twitter.com/yZ99OZyJrl
দক্ষিণী ছবির হাত ধরে নিজের অভিনয় জীবনের যাত্রাপথ শুরু করলেও ভারতীয় ক্রিকেট দলের বাঁ-হাতি এই বোলার অবশ্য খোলসা করে কিছুই জানাননি যে, তিনি ঠিক কী চরিত্রে অভিনয় করতে চলেছেন। দেখে নিন ছবির পোস্টার-
প্রসঙ্গত, শেষ ২০১২ সালে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন ইরফান পাঠান, তারপর থেকে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। তবে এবার এক অন্য ভূমিকায় তাঁকে দেখতে পানেন তাঁর ভক্তরা।
Image Source- Irfan Pathan Facebook |
Post a Comment