জঙ্গি নাশকতার ছক বানচাল করে দিয়ে পুলিশের জালে জইশ সন্ত্রীসবাদী
Odd বাংলা ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের পর থেকে কড়া নিষেধাজ্ঞায় মুড়ে ফেলা হয়েছিল গোটা উপত্যকাকে। যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট পরিষেবা, সংবাদপত্র সবই কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল। গত ৫ অগাস্ট-এর পর থেকে উপত্যকায় কার্যত চাপা উত্তেজনা চলছিল। সীমান্তে একাধিকবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও চলেছিল বলে খবর।
গোয়েন্দাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, এই উৎসবের মরশুমে বড় রকমের নাশকতার ছক কষতে পারে জইশ জঙ্গিরা। সেইমতদো সীমান্তে নিযুক্ত সেনাবাহিনীকে সতর্কও করে দেওয়া হয়েছিল। সীমান্তবর্তী একাধিক শহরে আত্মঘাতী জঙ্গি হামলার থক কষছে জইশ জঙ্গিরা, এইরকমই খবর ছিল তাদের কাছে।
কিন্তু জঙ্গি নাশকতার সমস্ত ছক বানচাল জম্মু ও কাশ্মীরের বারামুলা থেকে একজন জঙ্গি গ্রেফতার করা হয়েছে বলে খবর। রবিবার কাশ্মীর পুলিশের তরফে টুইট করে সেই কথাই জানানো হয়েছে। বারামুলা থেকে একজন জইশ জঙ্গি ছাড়াও উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্রও। কাশ্মীর পুলিশের তরফে ইতিমধ্যেই শুরু করা হয়েছে তদন্ত।
Post a Comment