মা-বোনের সঙ্গে দুর্গাপুজোয় মাতলেন কাজল, রইল সেই ছবি


Odd বাংলা ডেস্কঃ দুর্গা পুজোকে কেন্দ্র করে যখন চারিদিকে সাজো সাজো রব তখন তারকারাও সেজে উঠেছেন পুজোর মেজাজে। বলি অভিনেত্রী কাজল তার পরিবারের সঙ্গে একটি মণ্ডপে গিয়েছিলেন পুজোর আনন্দে সামিল হতে। কাজলের সঙ্গে ছঝিলেন মা তনুজা এবং বোন তানিশা।

Image Source- Instagram



ষষ্ঠীর সকালের জন্য কাজল বেছেছিলেন একটি লাল রঙের সিল্কের কুর্তি। উৎসবের এই বিশেষ দিনে শাড়িই বেছে নিয়েছইলেন তনুজা এবং ছোট মেয়ে তানিশা। তনুজার পরনে ছিল কাঁথা স্টিচের একটি শাড়ি। তানিশার পরনে ছিল গোলাপী রঙের শাড়ি।সুন্দর করে সেজে মায়ের সঙ্গে দুই বোনের ছবে শেয়ার করেছেন কাজল। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি শেয়া করে কাজল তার সমস্ত অনুগামীদের পুজোর শুভেচ্ছা জানিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.