শ্যামবাজারে নেতাজী মূর্তি বলবে কথা, লাইট-সাউন্ড প্রদর্শনী হবে শ্মশানঘাটে


Odd বাংলা ডেস্ক: কলকাতা শহরকে ঢেলে সাজানোর পথে হাঁটছে কলকাতা পুরসভা। শনিবার ছিল কলকাতা পুরসভার ২ নম্বর বরোর পুর-প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকেই উঠে এসেছে কলকাতাকে নতুন করে ঢেলে সাজানোর প্রসঙ্গ। 

সেখানে আলোচনার মাধ্যমে উঠে এসেছে, শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে অবস্থিত নেতাজী মূর্তিতে জ্বালানো হবে আলো, এবং তাঁর বিখ্যাত উক্তি বাজানো হবে রেকর্ডারের সাহায্যে, সেইসঙ্গে বাজানো হবে স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত বিভিন্ন দেশাত্মবোধক গান। এক কথায় যাকে বলা যায়, লাইট- অ্যান্ড সাউন্ড-এর সাহায্যে তৈরি করা হবে এই প্রজেক্ট। 

শুধু তাই নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিক্ষেত্র নিমতলা শ্মশানঘাটেও নতুন করে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেও লাইট-অ্যান্ড সাউন্ড-এর মাধ্যমে নানা বিষয় তুলে ধরা হবে। প্রসঙ্গত, শ্যামবাজারের মোড়ে নেতাজী মূর্তিটি সারা বছরই ঢাকা পড়ে থাকে বিজ্ঞাপনে, কিন্তু এবার সেখান থেকে বিজ্ঞাপনের হোর্ডিং সরিয়ে দিয়ে সেখানের সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হয়েছে। যাতে পথচলতি মানুষ তা দেখবার সুযোগ পান। 
Blogger দ্বারা পরিচালিত.