ভারতীয় বায়ুসেনা দিবসে চিনে নিন দেশের প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিনা জয়সওয়ালকে
Odd বাংলা ডেস্কঃ ৮৬ ছর অতিক্রম করে ৮৭-তে পা দিল ভারতীয় বায়ুসেনা। এর মধ্যে নানা ইতিহাসের সাক্ষী থেকেছে ভারতের এই বায়ুসেনা বাহিনি। তেমনই বিগত কয়েক বছরে নারীর ক্ষমতায়ণ নিয়ে নানা বিষয়ই চোখে পড়ে। ভারতীয় বায়ুসেনার জন্মদিনে পরিচয় করে নিন এমনই এক নারীর সঙ্গে যার নাম ভারতীয় বায়ুসেনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম ভারতীয় মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে ইতিহাস গড়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট হিনা জয়সওয়াল।
১১২ হেলিকপ্টার ইউনিট, এয়ার ফোর্স স্টেশন, ইলাহাঙ্কা থেকে ফ্লাইট ইঞ্জিনিয়ার্স কোর্স শেষ করে এই সম্মানীয় কৃতিত্ব অর্জন করেন। চলতি বছরের ১৫ জানুয়ারী তারিখে ভারতীয় বায়ুসেনার ইঞ্জিনিয়ারিং শাখায় সম্মানজনক এই ফ্লাইট ইঞ্জিনিয়ার্স কোর্সের জন্য নির্বাচিত হওয়ার আগে তিনি বিমান বাহিনির এয়ার মিসাইল স্কোয়াড্রন ফ্রন্টলাইন সারফেস-এর ফায়ারিং টিম এবং ব্যাটারি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এর পর তিনি সফলভাবে তাঁর কোর্সটি শেষ করার পর চলতি বছরেই ফ্লাইট ইঞ্জিনিয়ারের উইং অর্জন করেছেন। তবে তাঁর এই পথ চলা কিন্তু খুব সহজ ছিল না। ছয় মাসের কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে । সেই সময়ে তিনি তাঁর পুরুষ সহযোগীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অদম্য নিষ্ঠা ও অধ্যাবসায়ের সঙ্গে এই প্রশিক্ষণ চালিয়ে গিয়েছিলেন তিনি।
তবে চেনেন কি কে এই হিনা জয়সওয়াল? আদতে চণ্ডীগড়ের বাসিন্দা হিনা পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। হিনার কাছে এই প্রাপ্তি অনেকটা স্বপ্ন সত্যি সত্যি হওয়ার মতো। ছোট থেকেই হিনা স্বপ্ন দেখতেন যে, তিনি একদিন এই সৈন্যের পোশাক গায়ে পরবেন এবং বিমান চালক হয়ে আকাশে ওড়ারও স্বপ্ন দেখতেন। অবশেষে, হেলি-লিফটের আলমা ম্যাটার থেকে সাফল্যের সঙ্গে স্নাতক হওয়ার পরেই তাঁর স্বপ্নগুলিকে ছুঁতে পারেন তিনি।
ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে, তাঁকে পরবর্তীকালে ঙারতীয় বায়ুসেনার অপারেশনাল হেলিকপ্টার ইউনিটে নিযুক্ত করা হবে। শুধু তাই নয়, ইউনিটে থাকাকালীন, তাকে নিয়মিতভাবে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করতে হতে পারে। সিয়াচেন হিমবাহের বরফঘেরা অঞ্চল থেকে আন্দামানের সমুদ্রের মতো জায়গায় কাজ করতে হতে পারে। ভবিষ্যতে এই ধরণের চ্যালেঞ্জ গ্রহণ করার পক্ষে হিনা প্রস্তুত বলেও জানিয়েছিলেন তিনি।
Post a Comment