বিপন্ন ব্যাঘ্রকুল: জলপাইগুড়ি থেকে উদ্ধার ১৪ ফুট লম্বা রয়্যাল বেঙ্গলের চামড়া, ১১০টি হাড়!


Odd বাংলা ডেস্ক: চলতি মাসে প্রকাশিত বাঘ সুমারির রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'বাঘো ম্যায় বাহার হ্যায়'। কিন্তু তার পরেও অস্তিত্ব সংকটের মুখে পড়েছে ব্যাঘ্রকূলের। অন্তত তেমন খবরি প্রকাশ্যে এসেছে বেশ কয়েকবার। কোথাও পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাঘকে, কোথাও আবার চোরা শিকারির দল পাচার করে দিয়েছে বাঘের হাড়-চামড়া। 

এমনই চোরা শিকারি এবার ধরা পড়ল পুলিশের ফাঁদে। জলপাইগুড়ি জেলার বেলাকোবা ফরেস্ট রেঞ্জ থেকে উদ্ধার করা হল প্রায় ১৪ ফুট লম্বা একটি বাঘের চামড়া। বন দফতরের কর্মীরা জানিয়েছেন এটি রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া। বন কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে যে, সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে বাঘের ১১০টি হাড়। 


সূত্র মারফত খবর পেয়ে অনুসন্ধান চালিয়েছিলেন বন দফতরের কর্মীরা। সেইমতো তাঁক দুজন ভুটানের বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা। এই ঘটনা আরও একবার প্রমাণ করে যে, দেশের পাশাপাশি এই রাজ্যেও কিন্তু নিরাপদ নয় ব্যাঘ্রকুল। 
Blogger দ্বারা পরিচালিত.