২০২৪-এর মধ্যে চাঁদে পাড়ি দেবেন প্রথম মহিলা নভশ্চর, প্রকাশ্যে এল তাঁর অভিনব পোশাক
Odd বাংলা ডেস্ক: চাঁদের বুকে পাড়ি দেওয়া হলে তো আর যে-সে পোশাক পরে যাওয়া যায় না, তার জন্য চাই এক বিশেষ পোশাক। আর এবার সেই পোশাক প্রকাশ করা হল নাসার তরফে। অর্টেমিস প্রোগ্রামের জন্য এই পরবর্তী প্রজন্মের স্পেসস্যুট প্রস্তুত করা হয়েছে, যার আর একটি বিশেষ লক্ষ্য হল ২০২৪-এর চন্দ্রাভিযান। কারণ ২০২৪ সালের মধ্যে চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন একজন পুরুষ এবং প্রথম কোনও মহিলা।
নাসার সদর দফতরে বক্তব্য রাখার সময়ে অ্যাডমিনিস্ট্রেটর জিম ব্রাইডস্টাইন এবং স্পেসস্যুট ইঞ্জিনিররা প্রথম এই স্পেসস্যুটের ছবি প্রকাশ্যে আনলেন। অভিনব এই পোশাকটির নাম হল এক্সপ্লোরেশন এক্সট্রাভেহিকুলার মবিলিটি ইউনিট (এক্সইএমইউ)। বিশেষত চাঁদের সেই অদেখা দক্ষিণ মেরুর কথা মাথায় রেখেই পোশাকটি তৈরি করা হয়েছে।
নাসার তরফে জানানে হয়েছে, পোশাকটি পূর্ববর্তী জেনারেশনের থেকেও আরও বেশি অত্যাধুনিক উপায়ে তৈরি করা হয়েছে এটি। পোশাকটি এতটাই নমনীয় যে এটি পরে নভশ্চররা খুব সহজেই নীচু হতে পারবেন, ঝুঁকতে পারবেন, মাটি থেকে কোনও জিনিস তুলতে পারবেন। ১৫০ থেকে ১২০ সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে।
Post a Comment