এবার এক অন্য 'দাদা'গিরি, বিসিসিআই-এর সভাপতি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়


Odd বাংলাঃ বিসিসিআই-এর প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বোর্ডের বৈঠকে প্রথমে ঠিক হয়েছিল ব্রিজেশ প্যটেলের নাম। কিন্তু পরে জানা যায়, বোর্ডের সভাপতির পদে মনোনয়ন জমা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

একপ্রকার নাটকীয়তার সঙ্গেই এই পালাবদল ঘটল বলা যায়। কারণ প্রথমে শোনা গিয়েছিল ব্রিজেশ প্যাটেলই হতে চলেছেন বোর্ডের সভাপতি। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করেন কলকাতার রাজপুত্র। প্রসঙ্গত, সোমবারই সভাপতির মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু, কোনও বোর্ড সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে না কারণ, সর্বসম্মতিক্রমেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নির্বাচন করা হয়েছে।  

প্রসঙ্গত, 'দাদা' বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর সভাপতির পদে রয়েছেন বোর্ডের সভাপতির পদে বসতে হলে তাঁকে এই পদটি ছাড়তে হবে। একি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, তাঁর কাছে অগ্রাধিকার পাবে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের অর্থনৈতিক অবস্থা, যার দ্বারা দেশের ক্রিকেটের ভিত পোক্ত করা যায়। 
Blogger দ্বারা পরিচালিত.