দীপাবলির আগে ধোঁয়ার চাদরে ঢাকল রাজধানী


Odd বাংলা ডেস্কঃ রাজধানী ঢেকে গিয়েছে ধূসর ধোঁয়ার চাদরে। দীপাবলির আগে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। কিন্তু কী এমন ঘটল য়ে দিল্লি পরিবেশ ধোঁয়ায় আছন্ন হয়ে পড়ল। এমনকী বায়ু মানের সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স) একিউআই-এর তরফে জানানো হয়েছে, পরিস্থিতি দিনে দিনে কঠিন হয়ে উঠেছে। 

পঞ্জাব ও হরিয়ানায় বিস্তীর্ণ ধানের জমি ফসল তোলার পর জমিতে আগুন লাগিয়ে দেওয়া হয়ে থাকে। মনে করা হচ্ছে এই কারণেই এই ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে। জাহাগিরপুরি এলাকায় একিউআই -এর মান বেড়ে গিয়ে দাঁডিয়েছিল ২৩৫ মাত্রায়। এর ফলে গত কয়েকদিন ধরে দিল্লির মানুষ এই বিষাক্ত বিষবাস্প গ্রহণ করছেন। গাজিয়াবাদ, গ্রেটার নয়ডা, নয়ডা এবং লোনি এলাকাগুলিতে সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে।  

দিল্লির এক বাসিন্দার কথায়, সাধারণ মানুষ যাঁরা নিত্যদিন বাইকের মতো যানবাহনে যাতায়াত করে, তারাই সবচেয়ে বেশি ভুগছেন বলে দাবি তাঁর। না চাইতেও বিষাক্ত বাতাস নিশ্বাস-প্রশ্বাসের সঙ্গে প্রবেশ করছে শরীরে, তার ফল যে কতখানি মারাত্মক হতে পারে, সেই কথা ভেবেই আতঙ্কিত সাধারণ মানুষ। 
Blogger দ্বারা পরিচালিত.