বৃষ্টিতে ভেঙে গিয়েছে ঘর, ছেলেকে নিয়ে কবরস্থানে রাত কাটাচ্ছে অসহায় আদিবাসী বাবা
Odd বাংলা ডেস্ক: প্রবল বর্ষণের জেরে ভেঙে পড়েছে কুঁড়ে ঘর, হারিয়েছে মাথার ছাদটুকুও। আর সেইকারণেই আট বছরের সন্তানকে নিয়ে কবরস্থানেই আশ্রয় নিয়েছেন এক অসহায় বাবা। শুক্রবার এই ছবিই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তা সত্ত্বেও কোনও হেলদোল নেই প্রশাসনের।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। আদীবাসী রামরতন নামে ওই ব্যক্তির কথায় প্রবল বৃষ্টিতে তার বাড়ির ছাদ ভেঙে গিয়েছে। শ্রমিক মানুষ, কিন্তু জোটেনি কোনও কাজও, তাই মেলেনি খাবার। অভুক্ত থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছেন দুজন, তা নিজেরাও জানেন না। কিন্তু তাও লোকের কাছে হাত পাতেননি তিনি।
রামরতন আরও জানিয়েছেন, তাঁর সমস্যার কথা তিনি পঞ্চায়েতেও জানিয়েছেন, কিন্তু লাভ কিছুই হয়নি। শুধু তাই নয়, গরীব মানুষরা সরকারের কাছ থেকে যেসব ধরণের স্কিম বা সহায়তা লাভ করে থাকে তার কোনও কিছুই পাননি বলে জানিয়েছেন রামরতন। শুধু তাই নয়, তাঁর রেশন কার্ডও নেই। সাহায্যের জন্য আবেদন জানালেও কোনও লাভ হয়নি বলেই জানান তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমের সাহায্যে বিষয়টি পঞ্চায়েত ও জেলা জেলাপ্রশাসনের কাছে জানানো হলে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
Post a Comment