জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গির গুলির লড়াই, এনকাউন্টারে নিহত ৩ হিজবুল সদস্য
Odd বাংলা ডেস্ক: বুধবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পাজালপুরা জেলার উপকণ্ঠে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সন্ত্রাসবাদীরা। সূত্রের তরফে জানা গিয়েছে, দুপক্ষের গুলির লড়াইয়ে হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর তিনজন সদস্যের প্রাণ হারিয়েছে বলে জানা গিয়েছে। তবে আনুষ্ঠানিকভা নিরাপত্তাবাহিনীর তরফে এখনও মৃত্যুর খবর জানানো হয়নি।
এই ঘটনার পরে উপত্যকায় এখনও জারি রয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর। বুধবার সকাল ৬টা নাগাদ নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয় গোলাবর্ষণ। এদিন ভারতীয় সেনা জওয়ান এবং আরপিএফ-এর তরফে যৌথভাবে অভিযান চালানো হয়েছিল বলে খবর।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, ওই এলাকায় একটি বাড়িতে লুকিয়ে ছিল সন্ত্রাসাদীরা। বুধবার সকালে ওই বাড়িতে জঙ্গিদের উপস্থিতি টের পেয়েছিল নিরাপত্তাবাহিনী। এরপরই শুরু হয় এনকাউন্টার।
Post a Comment