সাদা বরফে ঢাকল লেহ-মানালি জাতীয় সড়ক



Odd বাংলা ডেস্কঃ শীত পড়তে এখনও বেশ কিছুদিন বাকি। আশ্বিনের শেষ এবং কার্তিক মাসের শুরুতে রাত্রি বেলা ও ভোরের দিকে হালকা ঠান্ডাভাব জানান দেয় শীত আসছে। যদিও বঙ্গে শীতের স্থায়িত্ব খুব একটা বেশি না হলেও, গ্রীষ্মপ্রধান বঙ্গে তথা দেশে এর জন্য অপেক্ষা কিন্তু থাকে সারা বছর ধরেই। এইসময়ে এখনও দিবের বেলা যখন প্রখর রোদে পুড়ছে শহর এরই মধ্যে তুমুল তুষারপাত হয়েছে মানালিতে

ব্যপক তুষারপাতের জেরে মানা-লেহ জাতীয় সড়কে যান চলাচল তীব্রভাবে ব্যহত হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের থবর, সোমবার সারাদিন রানি লাল্লা এবং রোটাং পাসের মধ্যবর্তী অঞ্চলে ব্যপক তুষারপাত অনুভূত হয়েছে। ব্যপক তুষারপাতের কারণে মানালি-লেহ জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি কেলং-মানালি পথে যেসব বাসগুলি চলাচল করে সেগুলিও আপাতত বন্ধ রাখা হয়েছে বলে খবর। লাহাউল-স্পিতি এবং কুলু জেলায় তুষারপাতের মাত্রা সবচেয়ে বেশি। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.