জম্মু ও কাশ্মীরে পুলিশের জালে দুই হিজবুল জঙ্গি, উদ্ধার AK-47!


Odd বাংলা ডেস্কঃ সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশ গন্ডেরবাল এবং কাশ্মীর থেকে জন হিজবুল মুজাহিদিন জঙ্গিক গ্রেফতার করেছে বলে খবর। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এই দুই হিজবুল জঙ্গির অনুসন্ধান চালাচ্ছিল পুলিশরা। কারণ জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে খবর ছিল যে, দুই জঙ্গি কাশ্মীরে লুকিয়ে রয়েছে।

সন্ত্রাবাদীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে তাদের কাছ থেকে একে-৪৭-সহ অন্যান্য সামরিক সম্ভার উদ্ধার করা হয়েছে বলে জানি গিয়েছে। প্রসঙ্গত গত ১৫ দিনে জম্মু ও কাশ্মীর পুলিশ এই নিয়ে পঞ্চম অপারেশনে নেমেছিল। গত ২৮ সেপ্টেম্বর বাটোটে রামবান জেলায় হিজবুল মুজাহিদিনের তিনজন শক্তিশালি জঙ্গিকে নির্মূল করা হয়েছিল। 

পরের দিন কঙ্গন এবং গেন্ডারবলে একটি অভিযান শুরু করা হয়েছিল যা ৩ অক্টোবর পর্যন্ত জারি ছিল। এই অভিযান চলাকালীন, নিরাপত্তা বাহিনীর তরফে জইশ-ই-মহম্মদ-এর দুজন জঙ্গিকে খতম করা হয়েছে। এরপর হত ৬ অক্টোবর তারিখে মহসিন মনজুর সালিয় নামে এক জইশ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরের দিন লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী ওজাইফ-কে হত্যা করা হয়েছে বলে খবর। 
Blogger দ্বারা পরিচালিত.