দূষণ এড়াতে ১৫ বছরের পুরনো যানবাহন নিষিদ্ধ করার পথে রাজ্য সরকার


Odd বাংলা ডেস্ক: দূষণের মাত্রা দিনে দিনে বাড়ছে এই তিলোত্তমার বুকে। আর সেই বায়ু দূষণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৫ বছরের বেশি পুরনো যানবাহনগুলির রেজিস্ট্রেশন নম্বর চিহ্নিত করে সেগুলিকে চলাচলের অনুপযুক্ত ঘোষণা করা হবে। 

এইভাবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ১৫ বছরের পুরনো কোনও যানবাহনকে নিষিদ্ধ বলে ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তাঘাটে বর্জ্য পদার্থ পোড়ানোর বিষয়টির ওপরেও ড়া নজরদারি শুরু করা হয়েছে। রাজ্য সচিবালয়ের একটি সূত্রের তরফে জানা গিয়েছে, নিয়ম কানুন লঙ্ঘন করা হলে কঠোর শাস্তির ব্যবস্থাও করা হবে।

পাশাপাশি সামনেই দীপাবলি, তাই পাশাপাশি পশ্চিমবঙ্গের দুষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে শব্দ দূষণ ও বায়ু দূষণ কম করতে নিয়ম না মেনে আতসবাজি মজুত করে রাখার বিষয়টি নিয়েও কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে খবর।

Blogger দ্বারা পরিচালিত.