নিজের মল নিজেকে খেতে হয় যে কারাগারে, ফিলিপাইনসের ক্যাটোবাটো



Odd বাংলা ডেস্ক: নাঃ! সস্তায় ভিউ বাড়ানোর জন্য এই প্রতিবেদনটি করা হচ্ছে না। এই জেলটি সত্যিই আছে। এর নাম ক্যাটোবাটো। সূদুর ফিলিপাইনসে রয়েছে এই জেলখানা। যে অকথ্য অত্যাচারের শিকার হতে হয় কয়েদিদের। তা বিশ্ব মানবাধিকারের একেবারেই বিরোধী। আসলে ক্যাটোবাটোকে জেল বলার বদলে নরক বলা উচিত। ফিলিপাইনসে অপরাধের পরিমান শতকরা হারে পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেকটাই বেশি। এর ফলে এই দেশে জেলে যাওয়া কয়েদিদের সংখ্যাও বেশি। তাদের ওপর হওয়া অত্যাচার দেখলে অনেকেই চমকে উঠবেন। 

জানেন এই কারাগারে আলাদা করে কোনো শৌচালয় নেই। এখানে শৌচ করতে হয় খোলা জায়গাতে। এবং তারপর সেটা নিজ দায়িত্বে পরিস্কারও করতে হয়। এবং এই জেলে দায়িত্বে থাকা পুলিশরা মাঝে মাঝে কয়েদিদের বাধ্য করে তাদের নিজেদের মল খেতে। এবং তারপর কয়েদিরা বমি করা পর্যন্ত  পুলিশরা নাকি থামে না। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। 



শুধু তাই নয় এই জেলে আরও নানা ভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়। এবং এখনও পর্যন্ত এগুলির কোনো সুরাহা করা যায় নি।  ইউনাইটেড নেসনের তরফে এই নিয়ে আপত্তি জানানো হলেও ফিলিপাইনসের সরকার তাতে কোনো কর্ণপাত করেনি।

Blogger দ্বারা পরিচালিত.