কী জাদু আছে এই রূপে, গ্রিক বিশেষজ্ঞের দাবি, ইনিই বিশ্বের সবচেয়ে সুন্দরী
Odd বাংলা ডেস্ক: কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে সে কতটা সুন্দর তাহলে আপনি তাকে কী উত্তর দেবেন? হয়তো আপনি তাঁকে বলবেন যে তাঁকে খুব সুন্দর দেখতে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে, কীসের ভিত্তিতে এই সৌন্দর্যের পরিমাপ করেন আপনি। আপনি হয়তো বলবেন সৌন্দর্য বিচার হয়, দেখার চোখ দিয়ে। আপনিও যদি তেমনটাই ভেবে থাকেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ, গ্রিক বিশেষজ্ঞরা সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারণ করতে ব্যবহার করেছেন বিভিন্ন গাণিতিক ফর্মুলা, যার নিরিখে মার্কিন মডেল মডেল বেলা হাদিদ হলেন বিশ্বের সবচেয়ে সুন্দর নারী। সেই ‘গোল্ডেন রেশিও অব বিউটিফাই প্যারামিটারস’- অনুসারে ভিক্টোরিয়া সিক্রেট মডেল বেলা হাদিদ সৌন্দর্যের মাণদণ্ডের নিরিখে ৯৪.৩৫ শতাংশই নিখুঁত বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
গবেষণাটি পরিচালনা করেছেন লন্ডনের বিখ্যাত কসমেটিক সার্জন জুলিয়ান ডি সিলভা। সেলিব্রিটিদের মুখমণ্ডলের গোল্ডেন রেশিও মেপে এই সিদ্ধান্তে আসা গিয়েছে যে, বেলা হাদিদি সৌন্দর্যের নিরিখে সবচেয়ে সুন্দরী।
এক ঝলকে দেখে নিন মুখমণ্ডলে কোন অংশে কত শতাংশ নম্বর পেয়েছেন বেলা-
- মুখের আকার-৯৪.৫ শতাংশ নিখুঁত
- কপাল-৯৭ শতাংশ নিখুঁত
- ভ্রুর কাছের অংশ- ৮৮ শতাংশ নিখুঁত
- ভ্রুযুগলের-৮৯ শতাংশ নিখুঁত
- চোখের অবস্থান-৯৭.৬৫ শতাংশ নিখুঁত
- নাকের দৈর্ঘ এবং প্রস্থ অনুসারে- ৯৩.৪ শতাংশ নিখুঁত
- নাকের অবস্থান এবং চওড়া ৯৫.৮ শতাংশ নিখুঁত
- ঠোঁট-৯৪.১ শতাংশ নিখুঁত
- চিবুক- ৯৯.৭ শতাংশেই নিখুঁত
বেলা ছাড়াও এর থেকে প্রথম দশের তালিকায় যাঁরা জায়গা করে নিয়েছেন, তাঁরা হলেন-
- দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে (তাঁর মুখের ৯২.৪৪ শতাংশ একেবারে নিখুঁত)
- তৃতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী অ্যাম্বার্ড হার্ড (তাঁর মুখের ৯১.৮৫ শতাংশ একেবারে নিখুঁত)
- চতুর্থ স্থানে রয়েছেন জনপ্রিয় পপ তারকা অ্যারিয়ানা গ্রান্ডে (তাঁর মুখের ৯১.৮১ শতাংশ একেবারে নিখুঁত)
- পঞ্চম স্থানে রয়েছেন জনপ্রিয় পপতারকা টেলর সুইফট (তাঁর মুখের ৯১.৬৪ শতাংশ একেবারে নিখুঁত)
- ষষ্ঠ স্থানে রয়েছেন ব্রিটিশ মডেল কেট মস (তাঁর মুখের ৯১.০৫ শতাংশ একেবারে নিখুঁত)
- সপ্তম স্থানে রয়েছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী স্কারলেট জোহানসন (তাঁর মুখের ৯০.৯১ শতাংশ একেবারে নিখুঁত)
- অষ্টম স্থানে রয়েছেন অভিনেত্রী নাটালি পোর্টম্যান (তাঁর মুখের৯০.৫১ শতাংশ একেবারে নিখুঁত)
- নবম স্থানে রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেটি পেরি (তাঁর মুখের ৯০.০৮ শতাংশ একেবারে নিখুঁত)
- দশম স্থানে রয়েছেন মডেল তথা অভিনেত্রী কারা ডেভালিগনে (তাঁর মুখের ৮৯.৯৯ শতাংশ একেবারে নিখুঁত)
Post a Comment