৩০ বছরেই ব্যপক পরিবর্তন, আইসল্যান্ডের হিমবাহ থেকে উধাও বরফ



Odd বাংলা: জলবায়ুর পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বের তাবড় তাবড় দেশ। তবে আবারও ফের সেই আশঙ্কাকে উস্কে দিল আইসল্যান্ড। ১৯৮০ সালে আইসল্যান্ডের হিমবাহের যে চিত্র ধরা পড়েছিল তার থেকে আজকের চিত্রটি অনেকটাই আলাদা। কিন্তু বাস্তব চিত্রের সঙ্গে ত্রিশ বছর আগের চিত্রের কোনও মিলই নেই। 

ডান্ডি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি সমীক্ষা চালিয়ে ১৯৮০-র দশকের আইসল্যান্ডের হিমবাহের সঙ্গে আজকের ছবির একটা তুলনা করেছিলেন, যেখানে কুড়ি বছর আগের সঙ্গে আজকের চিত্রের কার্যত কোনও মিল নেই। ড্রোনের সাহায্যে তোলা হয়েছে আইসল্যান্ডের হিমবাহের ছবি, যেখানে দেখা গিয়েছে বড় বড় হিমবাহ গলে গিয়েছে। আইসল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং আইসল্যান্ডের আবহাওয়া দফতরের সহযোগীতায় প্রকল্পের নেতৃত্বদানকারী ডান্ডি বিশ্ববিদ্যালয়েহর তরফে ডক্টর বাক্সটার জানিয়েছেন, জলবায়ুর পরিবর্তন কীভাবে এই অঞ্চলের ওপর থাবা বসিয়েছে তা দেখানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। জানা গিয়েছে, ২৯৭৩ স্কোয়ার মাইল ভাটনাজোকুল আইসক্যাপটি গত ৩০ বছরে গড়ে ৬৬ ফুট কমে গিয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.