বাবরি মসজিদ নাকি রাম মন্দির? অযোধ্যা মামলাতে কোন তরফের জয়?


Odd বাংলা ডেস্ক: এক চোট নাটকের পর অবশেষে রায় বের হল অযোধ্যা মামলার। বুধবার বিকেল ৫টায় শেষ হওয়ার কথা ছিল। তবে তার এক ঘণ্টা আগেই শেষ হল অযোধ্যা জমি বিতর্কের শুনানি। ৩৯ দিন টানা শুনানির শেষে, ৪০ তম দিনে শুনানি শেষের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সেই মতোই আজ শুনানি শেষ হল। তবে আজই রায় জানায়নি সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। কমপক্ষে ২৩ দিন পর রায় শোনানো হবে বলে জানা গেছে।সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বুধবার মামলার শুরুতেই আরও সময় চাওয়া হয়েছিল। তখনই প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, 'যথেষ্ট হয়েছে। আজ বিকাল ৫টার মধ্যেই শেষ করতে হবে অযোধ্যা জমি বিতর্কের শুনানি।'
Blogger দ্বারা পরিচালিত.