সমসয়ীমা রাত ১২টা, তারপর পানশালায় নাচ-গান করলেই ধরবে পুলিশ
Odd বাংলা ডেস্ক: দিন দুয়েক আগে বারে এক গায়িকার সঙ্গে অভব্য আচরণ করার জন্য দুজনকে গ্রেফতার করার খবর পাওয়া গিয়েছিল। বারের এক কর্মীর অভিযোগ, বারে গায়িকা গান গাওয়ার জন্য অভিযুক্ত যুবক তাকে টাকা দিতে আসে। এই ঘটনায় আরও খানিকটা নড়ে-চড়ে বসেছে প্রশাসন, কারণ রাতের বেলা পানশালাগুলি একটি নির্দিষ্ট সময়ের পর যেমন পানীয় পরিবেশন করা যায় না, তেমনই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গান-বাজনা চালানোরও নিয়ম রয়েছে, সেই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে পুলিশ সেইসমস্ত পানশালায় যাবে।
পুলিশের তরফে জানানো হয়েছে, পানশালায় নিয়ম মেনে গান-বাজনা করা হচ্ছে কিনা তা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নিয়ম-বিধির ওপর নজর না রাখলে গোলমাল দেখা দিতে বাধ্য। আর মত্ত অবস্থায় পানশালা ভাঙচুরের মতো ঘটনাও নতুন কিছু নয়। আর এই সবকিছু এড়াতেই রাত ১২টার পরে পানশালায় নাচগানের অনুষ্ঠান করা যাবে না বলেই জানিয়েছে পুলিশ।
Post a Comment