যান্ত্রিক ত্রুটি নয়, ভারতীয় বাসুসসেনা ভুল করে নিজেরই হেলিকপ্টারে মিশাইল মারে


Odd বাংলা ডেস্ক: পাকিস্তান নয় ভারতের বায়ু সেনা ভুল নিশানা করে মিশাইল ছুঁড়লে সেটা ভেঙে পড়ে। এবার উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। বায়ুসেনা প্রধান জানিয়েছেন, ভারতের আকাশসীমা ভেঙে ঢুকে পড়া পাকিস্তানি যুদ্ধবিমান এফ-১৬ কে তাড়াতে তখন জোরদার মিসাইল ছুড়ছিল ভারতীয় বায়ুসেনা। তার একটিই গিয়ে লাগে এমআই-১৭ চপারে। সেটি তখন সীমান্তে নজরদারি চালাচ্ছিল। কাশ্মীরের বদগামের কাছে ভেঙে পড়ে ওই চপার। মৃত্যু হয় দুই পাইলটের। তবে পুরোটাই ভুলবশত হয়েছিল বলেই জানিয়েছেন বায়ুসেনা প্রধান ভাদুরিয়া। তিনি জানিয়েছেন, যে দুই বায়ুসেনা অফিসার ওই মিসাইল নিক্ষেপের দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.