স্বামীকে স্বপ্নে দেখে সন্তানসম্ভবা স্ত্রী!
Odd বাংলা ডেস্ক: বিহারের এক মহিলা সন্তান সম্ভবা- হ্যাঁ এর মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই, কোনও মহিলা প্রকৃতির নিয়মে সন্তানের জন্ম দেবেন এ তো খুব স্বাভাবিক বিষয়। কিন্তু এই মহিলা যেভাবে মা হতে চলেছেন বলে দাবী করছেন তার কোনও বিজ্ঞানসম্মত ব্যাখা খুঁজে পাচ্ছেন না পুলিশ প্রশাসন। কারণ ওই মহিলার দাবি তিনি তাঁর স্বামীকে স্বপ্নে দেখার পরই সন্তান সম্ভবা হয়েছেন।
বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরে। গর্ভবতী ওই মহিলার স্বামী কর্মসূত্রে গত সাত মাস ধরে কলকাতায় রয়েছেন। কিন্তু মহরমের সময়ে বাড়ি ফিরে তিনি জানতে পারেন তাঁর স্ত্রী তিন মাসের সন্তানসম্ভবা। বিষয়টি জানতে পেরে কার্যত অবাক হয়ে যান তিনি। কারণ গত সাত মাস ধরে যে স্ত্রীর সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক নেই, সে কীভাবে এক সন্তানসম্ভবা হয়ে উঠতে পারেন!
এরপর পুলিশের দ্বারস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হয় ওই মহিলাকে। তখন ওই মহিলার দাবি স্বামী বাইরে থাকার কারণে স্বামীকে স্বপ্ন দেখতেন তিনি, স্বপ্নেই স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক হত তাঁদের, আর তার ফলে গর্ভবতী হয়ে পড়েছেন তিনি। গোটা বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে তাঁর শ্বশুর বাড়ির লোকজন তাঁকে আর বাড়িতে রাখতে চাইছেন না বলে খবর। সন্তান হওয়ার যে কারণ তিনি ব্যাখ্যা করেছেন তা কার্যত অসম্ভব, এমন দাবী করেছেন তাঁর ননদ এবং তাঁর যাতে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়, সেই সওয়ালও করেন তিনি।
অন্যদিকে আবার গর্ভবতী মহিলার ভাই তাঁর বোনের শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণ চাওয়ার অভিযোগে মামলা করা হুমকি দিয়েছে।অন্যদিকে মহিলার স্বামীর দাবী তার স্ত্রীর অন্য কারওর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এবং সন্তানটিও তারই।
Post a Comment