বিপুল ভোটে পরাজিত হলেন বিজেপির টিকটক তারকা প্রার্থী সোনালী ফোগত
Odd বাংলা ডেস্ক: টিকটক স্টার প্রার্থী সোনালী ফোগত হরিয়ানার আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁকে নিয়ে এবার আগ্রহ কিছু কম ছিল না। কিন্তু তাঁকে দিয়ে আর শেষ রক্ষা হল না। কংগ্রেসের তিন বারের বিধায়ক কুলদীপ বিশনয় প্রায় ৩০,০০০ হাজার ভোটে জয়ী হয়েছেন।
প্রসঙ্গত এর আগে সোনালী সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছিলেন যে, তিনি জয়ের বিষয়ে তিনি খুবই আশাবাদী। এমনকী গণনা শুরুর আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, যেহেতু সব জায়গায় বিজেপি জেতার কথা চলছে, তাই আদমপুরেও বিজেপি জিতবে বলেই আশা করছেন তিনি।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, কুলদীপ বিশনয় পেয়েছেন প্রায় ৬৪,০০০ ভোট, যেকানে সোনালি পেয়েছেন মাত্র ৩৪,০০০ ভোট। জননায়ক জনতা পার্টির রমেশ কুমার এই তালিকায় তিন নম্বর স্থানে রয়েছেন, তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫,০০০। প্রচার চলাকালীন সোনালী ফোগত বলেন, আদমপুরের লড়াইকে উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা নির্বাচনের সঙ্গে তুলনা করে বলেন, কংগ্রেসের দুর্গ হিসাবে পরিচিত আমেঠি লোকসভা কেন্দ্রে স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে পরাজিত করেন। সেইরকম ঘটনাই ঘটবে আদমপুরে। তবে এই বিষয়ে কুলদীপ বিশনয় তাঁর বিধানসভা এলাকায় স্কুল এবং হাসপাতাল গড়ে ওঠার কথা উল্লেখ করে জানিয়েছেন, টিকটকে কে কতখানি জনপ্রিয় তা গণনা করা হয় না, আদতে কে কতটা কাজ করেছে তা গণনা করা হয়।
Post a Comment