কাশ্মীরে জঙ্গির হাতে নিহত শ্রমিক-পরিবারপিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের হাতে নৃশংসভাবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পাঁচ জন শ্রমিকের। সূত্রের খবর, ওই পাঁচ শ্রমিক কাশ্মীরে দিনমজুরের কাজ করতে গিয়েছিলেন। সন্ত্রাসবাদীদের হাতে মৃত্যুর পর মৃ্তের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 



প্রসঙ্গ, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের কুলগামে ওই পাঁচজন শ্রমিককে গুলি করে জঙ্গিরা। সন্ত্রাসবাদীর গুলিতে ঝাঝড়া হয়ে যায় ওই পাঁচ শ্রমিকের দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এদিন এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরই টুইট করে মমতা বন্দোপাধ্যায় লেখেন, কাশ্মীরে পাঁচ শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তিনি আরও বলেন এই নৃশংস হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ছিল। তাঁদের মৃত্যুর ঘটনায় রীতিমতো হতবাক মুখ্যমন্ত্রী। 



এরপর আরও একটি টুইট করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কাশ্মীরে মৃতদের পরিবারের আর্থিক ক্ষতিপূরণ বাবদ ৫ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। শুধু তাই নয়, এই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

আরও পড়ুন- জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের ৫ শ্রমিক
Blogger দ্বারা পরিচালিত.