ব্রায়ের মধ্যে ক্যামেরা লাগিয়ে কী করছেন এই মহিলা
Odd বাংলা ডেস্ক: কেউ কি আমার স্তনের দিকে তাকাচ্ছে। তাকালে সে কীভাবে দেখছে। অবাক হয়ে নাকি লোলুপ দৃষ্টিতে। সেটা জানতেই হুইটনি লাগিয়েছেন ব্রায়ের মধ্যে ক্যামেরা। তবে এটাই একমাত্র কারন কিন্তু নয়।
এতদিন শোনা যেত যে কোনো পুরুষ ক্যামেরা লাগিয়ে মহিলার ভুলভাল জায়গার ছবি তুলছে। কিন্তু এবার ব্যাপারটা উল্টো। নিউ ইয়র্কের বাসিন্দা হুইটনির মা স্তন ক্যানসারে আক্রান্ত। এই গোপন ক্য়ামেরা নিয়ে ঘোরার মূল উদ্দেশ্য মহিলাদের স্তন ক্যানসার নিয়ে সচেতন করা, জানিয়েছেন হুইটনি। তাঁর কথায়, গত আট-ন’বছরের মধ্যে গোটা বিশ্বেই থাবা বসিয়েছে স্তন ক্যানসার। প্রমাদ গুনছেন উদ্বিগ্ন চিকিৎসকরাও। নিজের স্তনের গঠন এবং তাতে ক্রমাগত পরিবর্তন লক্ষ্য রাখেন ক’জন মহিলা? বিশ্বের সমস্ত মহিলাদের কাছে প্রশ্ন রেখেছেন হুইটনি। বলেছেন, শরীরের এই বিশেষ অঙ্গটির পরিচর্যার দিকে নজর রাখেন না অনেকেই। আবার নজরে পড়লেও লজ্জা ও সংকোচের জন্য সেটা লুকিয়ে যান অধিকাংশ মহিলা। বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যানসার সম্পর্কে অজ্ঞতা, স্তন নিয়ে অহেতুক স্পর্শকাতর হওয়া, লজ্জা পাওয়া এবং ‘সেল্ফ এগজামিনেশন’ বা নিজেই নিজের স্তন কী ভাবে পরীক্ষা করা যায়, সে সম্পর্কে ধারণা না-থাকার জন্য এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
এতদিন শোনা যেত যে কোনো পুরুষ ক্যামেরা লাগিয়ে মহিলার ভুলভাল জায়গার ছবি তুলছে। কিন্তু এবার ব্যাপারটা উল্টো। নিউ ইয়র্কের বাসিন্দা হুইটনির মা স্তন ক্যানসারে আক্রান্ত। এই গোপন ক্য়ামেরা নিয়ে ঘোরার মূল উদ্দেশ্য মহিলাদের স্তন ক্যানসার নিয়ে সচেতন করা, জানিয়েছেন হুইটনি। তাঁর কথায়, গত আট-ন’বছরের মধ্যে গোটা বিশ্বেই থাবা বসিয়েছে স্তন ক্যানসার। প্রমাদ গুনছেন উদ্বিগ্ন চিকিৎসকরাও। নিজের স্তনের গঠন এবং তাতে ক্রমাগত পরিবর্তন লক্ষ্য রাখেন ক’জন মহিলা? বিশ্বের সমস্ত মহিলাদের কাছে প্রশ্ন রেখেছেন হুইটনি। বলেছেন, শরীরের এই বিশেষ অঙ্গটির পরিচর্যার দিকে নজর রাখেন না অনেকেই। আবার নজরে পড়লেও লজ্জা ও সংকোচের জন্য সেটা লুকিয়ে যান অধিকাংশ মহিলা। বিশেষজ্ঞদের মতে, স্তন ক্যানসার সম্পর্কে অজ্ঞতা, স্তন নিয়ে অহেতুক স্পর্শকাতর হওয়া, লজ্জা পাওয়া এবং ‘সেল্ফ এগজামিনেশন’ বা নিজেই নিজের স্তন কী ভাবে পরীক্ষা করা যায়, সে সম্পর্কে ধারণা না-থাকার জন্য এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।
Post a Comment